উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ৭ এপ্রিল হতে ৬ মে ২০২৫ খ্রিঃ “ঋণ সেবা মাস” ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ২৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিস, নরসিংদী এবং নরসিংদী টিটিসিতে অনুষ্ঠিত প্রবাসগামী কর্মীদের Pre-Departure Orientation কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন সেবাসমূহ তুলে ধরা হয়।
এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত থেকে ব্যাংকের সেবাসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের প্রধান, সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ মাহবুবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের নরসিংদী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কবিরুল হাসান, এসপিও এবং রায়পুরা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সোহরাব হোসাইন খান, এসপিও।
প্রবাসগামী কর্মীদের মাঝে “ঋণ সেবা মাস”-এর গুরুত্ব ও ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবগত করার জন্য লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ ব্যাংকের গ্রাহকসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।