ঋণ আদায় ও শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণ কর্মসূচি”-এর সফল বাস্তবায়নের উদ্দেশ্যে ১৮ ও ১৯ জুন ২০২৫ তারিখে ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন মানিকগঞ্জ, সিংগাইর, নরসিংদী এবং রায়পুরা শাখার খেলাপি গ্রাহকদের বাড়ি গমন ও মতবিনিময় সভার মাধ্যমে আদায় কার্যক্রম পরিচালিত হয়।
এই কর্মপ্রচেষ্টায় প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এবং সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, শ্রেণীকৃত ঋণ হ্রাস ও আদায় বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর অঞ্চলের আওতাধীন সকল শাখা সাপ্তাহিক ছুটির দিনেও মাঠ পর্যায়ে এ ধরনের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।