“ঋণ আদায় ও শ্রেণীকৃত ঋণ হ্রাসকরণ কর্মসূচি”-র অংশ হিসেবে ১৮ জুন ও ১৯ জুন ২০২৫ তারিখে ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন মানিকগঞ্জ শাখা, সিংগাইর শাখা, নরসিংদী শাখা এবং রায়পুরা শাখার খেলাপি গ্রাহকদের বাড়ি গমন এবং তাদের সাথে সরাসরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই বিশেষ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মাঠপর্যায়ে উপস্থিত থেকে কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করেন এবং ঋণ শ্রেণীকরণ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দিক-নির্দেশনা অনুযায়ী শ্রেণীকৃত ঋণ হ্রাসের লক্ষ্যে আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন সকল শাখা সাপ্তাহিক ছুটির দিনেও মাঠে থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।